২০১৮ সালে ক্যান্সার অথবা কর্কট রোগে মৃত্যু হয়েছে ৯৬ লক্ষ মানুষেরঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

WHO অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তর্ভুক্ত International Agency for Research on Cancer অর্থাৎ কর্কট রোগের গবেষণায় নিযুক্ত আন্তর্জাতিক সংস্থাটির হিসেব অনুযায়ী ২০১৮ সালে কর্কট রোগে আক্রান্তের সংখা ১ কোটি ৮০ লক্ষেরও বেশী বৃদ্ধি পেয়েছে, এবং এই বছরে অর্থাৎ ২০১৮ সালে এই রোগে মৃত্যু হয়েছে ৯৬ লক্ষ মানুষের।

এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Lisa Schlein এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ।

Your browser doesn’t support HTML5

বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত