বিহারে এনডিএ জোট গরিষ্ঠতা পেয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে

বিহারে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় আজ শাসক জনতা দল ইউনাইটেড এবং ভারতীয় জনতা পার্টির এনডিএ জোট বেশ ভালভাবেই এগিয়ে আছে জানার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে টেলিফোন করে কথা বলেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের ফল প্রকাশ হতে হতে আজ গভীর রাত হয়ে যাবে। কারণ সাধারণত ভোট গণনা কুড়ি-পঁচিশ বার হয়ে থাকে, এখানে অন্তত ৩৫ বার হবে, সুতরাং সময় লাগবে। তবে যাবতীয় ভবিষ্যৎ বাণী এবং বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে বিহারে এখন এনডিএ জোট বেশ আরামদায়ক ভাবেই গরিষ্ঠতা পেয়ে যাবে ধরে নেওয়া যাচ্ছে। গতকাল রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির নবীন নেতা তেজস্বী যাদব কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে জেতার আশা করেছিলেন। সমীক্ষায় তেমনই বলা হয়েছিল। তবে আজ তা নিরাশায় পরিণত হয়েছে। বিজেপি আগেই কথা দিয়েছিল, ভোটের ফল যাই হোক না কেন এনডিএ জোট যদি জয়ী হয় তা হলে নীতীশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী। সেই মতো অমিত শাহর সঙ্গে নীতীশ কুমারের কথাবার্তা হয়ে থাকতে পারে।

Your browser doesn’t support HTML5

বিহারে এনডিএ জোট গরিষ্ঠতা পেয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে