ইসলাম অনুসারী ধর্মান্তরিত মুসলিমদের মধ্যে অন্যতম প্রধান একটি গোষ্ঠী হলো লাতিনো সম্প্রদায়

এই মুহুর্তে ইসলাম ধর্মের অনুসারী মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকের মধ্যে রয়েছেন এ্যামেরিকার লাতিনো সম্প্রদায়।whyislam.org সংগঠনের তথ্য অনুসারে প্রায় ৬ শতাংশ এ্যামেরিকান মুসলিম হলেন লাতিনো সম্প্রদায়ের লোক।এবং ধর্মান্তরিত এই মুসলিমদের অর্ধেকেরও বেশি নারী।প্রতি দুটির একটি এই লাতিন-হিস্পানিক পরিবারের বাস ফ্লরিডা রাজ্যের যে মায়ামী শহরে সেখান থেকে ফিরে যে রিপোর্ট লিপিবদ্ধ করেছেন ভয়েস অফ এ্যামেরিকার ক্যারোলীন প্রেসুতি সেটিই পড়ে শোনাচ্ছেন সেলিম হোসেন।

Your browser doesn’t support HTML5

selim