আজ ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করল

Jhargram has been named India's West Bengal’s 22nd district. Chief Minister Mamata Banerjee announced it in a public gathering there.

আজ পশ্চিমবঙ্গের বাইশ তম জেলা হিসেবে রাজ্যের পশ্চিমমেদিনীপুর জেলার অর্ন্তগত ঝাড়গ্রাম নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করল।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় আজ আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করলেন । ঝাড়গ্রামের নয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন প্রতি বছর চৌঠা এপ্রিল পালন করা হবে নতুন জেলার জন্মদিন। পাশাপাশি জেলার উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দের কথাও এদিন ঘোষনা করেন তিনি। ভাষণে মুখ্যমন্ত্রী বলেন----- একই সাথে মুখ্যমন্ত্রী বলেন ঝাড়গ্রামে অনেক রক্ত ঝরেছে। আর নয়। এবার উন্নতির পথে এগিয়ে যাবে এই নতুন জেলা।এই নতুন জেলায় স্কুল কলেজবিশ্ববিদ্যালয় গড়ার কথাও এদিন ঘোষনা করেন মুখ্যমন্ত্রী।
কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট (ঝাড়গ্রাম)