দশজন জেএমবি সদস্যের মৃত্যুদন্ডাদেশ

গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার' রায় ঘোষণা করা হয়েছে। ঘটনার প্রায় আট বছর পর দেয়া এই রায়ে দশ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় ঘোষণা করেন। ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলায় আইনজীবী, বিচার প্রার্থীসহ আটজন মারা যান। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করে পুলিশ।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

Your browser doesn’t support HTML5

প্রতিবেদনটি শুনুন