যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত জন কেরি আজ বুধবার তাঁর ভারত সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে পরিবেশ সংক্রান্ত শীর্ষ বৈঠকের বিষয়ে কথা বলেন। বৈঠকের পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, মোটামুটি ভাবে আসন্ন পরিবেশ বদল সংক্রান্ত শীর্ষ সম্মেলন এবং ওই বিষয়ক নানান প্রসঙ্গে তাঁদের মধ্যে কথা হয়েছে।
Your browser doesn’t support HTML5
নরেন্দ্র মোদির সঙ্গে পরিবেশ সংক্রান্ত শীর্ষ বৈঠকের বিষয়ে কথা বলেন জন কেরি
গতকাল আলাদা করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে কেরির কথা হয়। আজ অরিন্দম বাগচীর ট্যুইট বার্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মোদি এবং কেরি দু'জনেই একমত হয়েছেন যে, পরিবেশকে নির্মল ও দূষণমুক্ত করতে সব দেশের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত এবং এই বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে এগিয়ে যাবে।