ইসরাইল ও ফিলিস্তিনের শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে: জন কেরী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন ইসরাইল ও ফিলিস্তিনের শান্তি আলোচনা ব্যপারে চুড়ান্ত চুক্তিতে উপনীত হওয়া কঠিন, তবে এ ব্যপারে বেশ অগ্রগতি হয়েছে।

বুধবার ইসরাইল ও ফিলিস্তিন সফরকালে দুই পক্ষের শীর্ষ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু এবং মাহমুদ আব্বাসের সঙ্গে পৃথক বৈঠকের পর, বৃহস্পতিবার আম্মানে জর্ডানিয়ান পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহ’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জন কেরী বলেন তারা উভয়েই শান্তি সমঝোতার ব্যপারে তাদের সদ্চ্ছিার কথা পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন এখানকার আঞ্চলিক নেতৃবৃন্দ জানেন এই এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হলে পর্যটন ও অন্যান্য ব্যবসাসহ সকল ক্ষেত্রেই অর্থনৈতিক উন্নতি ঘটবে। জন কেরী ইসরাইল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় জর্ডানকে ধন্যবাদ জানান।