পশ্চিম বঙ্গের জঙ্গলমহলে আবারও যৌথ বাহিনীর অভিযান

তিন বছর আগের কৌশলেই আবারও তিন দিক থেকে রাজ্যের জঙ্গল মহলে চিরুনি তল্লাশি অভিযান শুরু করল যৌথ বাহিনী। পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ওড়িশা সীমান্ত লাগোয়া এলাকায় মাওবাদীরা সাম্প্রতিক কালে প্রভাব বাড়িয়েছে বলে গোয়েন্দারা একাধিকবার পুলিশ কর্মকর্তাদের জানিয়েছেন। বিষয়টি রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নের শীর্ষকর্তাদের নজরেও এসেছে। সেই কারণেই আর দেরী না করে তিন দিক থেকে অভিযান চালিয়ে দ্রুত মাওবাদীদের ঘাটি ভেঙে ফেলার কৌশল নেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানা গেছে বাকুড়া জেলার বারিকুল পুরুলিয়া জেলার বান্দোয়ান ও বলরামপুর পশ্চিম মেদিনীপুর জেলার বেলপাহাড়ী বিনপুর ও শালবনী এলাকায় মাওবাদীরা প্রভাব বাড়িয়েছে।

সেই কারণেই এই তিন জেলায় অপারেশন চালু হয়েছে। একই সংগে ওড়িশা লাগোয়া নয়াগ্রামেও সিআরপিএফ ও রাজ্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Your browser doesn’t support HTML5

শুনুন পরমাশীষ ঘোস রায়ের প্রতিবেদন