ইসলামী বিশ্ববিদ্যালয় ৫৩ জন অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে

গুলশান এবং শোলাকিয়াসহ কয়েকটি সন্ত্রাসী হামলায় কয়েকজন শিক্ষার্থীর জড়িত থাকার ঘটনায় সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধের ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্লাস ও পরীক্ষাদানে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছিল। বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগেই তালিকা প্রকাশ করলেও কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় এখন ৫৩ জন শিক্ষার্থীর ক্লাস ও পরীক্ষাদানে অনুপস্থিত থাকার তালিকা প্রকাশ করেছে। ওই সব শিক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগসহ বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব বিভাগে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক যুদ্ধাপরাধীদের সন্তানরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে - এমন অভিযোগ এনে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়েছেন এক অনুষ্ঠানে। আইনমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও জনগণের কল্যাণে কিভাবে ব্যয় করা যায়-সে লক্ষ্যে নতুন আইন প্রণয়নের যাবতীয় চিন্তা-ভাবনা চলছে।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

ইসলামী বিশ্ববিদ্যালয় ৫৩ জন অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে