সাংবাদিকদের তিনটি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে । তারা প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের দ্রুত মুক্তির পাশাপাশি সংবাদকর্মীদের ওপর সহিংসতা বন্ধেরও দাবি জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে লেখা এক বার্তায় ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট এর হেড অব অ্যাডভোকেসি রবি প্রাসাদ সম্প্রতি বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহরত সাংবাদিকদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনার বিষয়ে গভীর উদ্বেগে প্রকাশ করেছেন। তিনি বলেন প্রকাশিত খবরে জানা যায় যে সেসব হামলার কিছু পরিচালিত হয়েছে ক্ষমতাসীন দলের লোক এবং পুলিশের দ্বারা। একই বার্তায় আইপিআই আটক আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ তুলে নিতে প্রধানমন্ত্রীর জোরালো পদক্ষেপ কামনা করে। অপর এক যৌথ বিবৃতিতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট এবং সাউথ এশিয়া মিডিয়া সলিডারিটি নেটওয়ার্ক বাংলাদেশে সম্প্রতি আন্দোলন চলাকালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে আলোকচিত্রী শহিদুল আলমকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানাও হয়েছে।
এদিকে, শুক্রবার ঢাকায় সংবাদ কর্মীরা সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দোষীদের শাস্তির দাবীতে মানব বব্ধন করেছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।