২০১৫ সালে বিশ্বে ১১০ জন সাংবাদিক নিহত

২০১৫ সালে ৪ জন বাংলাদেশী ব্লগারসহ বিশ্বব্যাপী মোট ১১০ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে নিহতদের যে সংখ্যার উল্লেখ করে হয়েছে তাতে রয়েছেন পেশাদার ও অপেশাদার সাংবাদিকরা। এতে বলা হয়েছে বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয়তায় বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে, যা ‘নাগরিক সাংবাদিকদের’ জন্য বিপজ্জনক। সংগঠনটি সতর্ক করে দিয়ে বলেছে, কথিত শান্তিপূর্ণ দেশগুলোতে নিজেদের কর্মকান্ডের দরুণ ভবিষ্যতে টার্গেটে পরিণত হতে পারেন আরও অনেক সাংবাদিক।প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে ২০১৫ সালে যে ১১০ জন সাংবাদিক নিহত হয়েছেন তার মধ্যে রয়েছেন কর্তব্যরত ৬৭ জন সাংবাদিক। এতে বলা হয় বাকি ৪৩ জন সাংবাদিকের নিহত হওয়ার কারণ নিশ্চিত নয়। দক্ষিন এশিয়ায় এ বছর পাকিস্তান ও আফগানিস্তানকে ছাড়িয়ে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ভারত যেখানে ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আরএসএফ।

Your browser doesn’t support HTML5

২০১৫ সালে বিশ্বে ১১০ জন সাংবাদিক নিহত