মঙ্গলবার ঢাকায় হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত একটি রিট আবেদনের নিষ্পত্তি করে দেয়া রায়ে আদালত এই ঘোষণা দিয়ে বলেছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বস্তরের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে। জাতীয় দিবস গুলোয় উপযুক্ত ক্ষেত্রে সাংবিধানিক পদাধিকারী ও রাষ্ট্রীয় সকল কর্মকর্তা
সরকারি অনুষ্ঠানে বক্তব্য শেষে যাতে জয়বাংলা স্লোগান দেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে অ্যাসেম্বলি শেষে ছাত্র-শিক্ষকেরা যাতে 'জয়বাংলা' স্লোগান উচ্চারণ করেন সে জন্য সরকারকে ব্যবস্থা নেয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে।
আদালত আগামী তিন মাসের মধ্যে এ রায় বাস্তবায়ন করে সরকারকে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছে।
ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা