জয়ললিতার দপ্তরগুলির দায়িত্বে আপাতত অর্থমন্ত্রী

গত ২০ দিন ধরে গুরুতর অসুস্থ ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা হাসপাতালে শয্যাশায়ী। ঠিক কি তাঁর অসুখ, সে কথা জানানো হচ্ছে না।

মঙ্গলবার রাতে রাজ্যপাল বিদ্যাসাগর রাও এক বিজ্ঞপ্তি জারি করে জানালেন, জয়ললিতার পরামর্শেই তাঁর দপ্তরগুলির দায়িত্ব আপাতত দেওয়া হল অর্থমন্ত্রী পনীর সেল্বমকে। তবে জয়ললিতাই মুখ্যমন্ত্রী থাকছেন।

লন্ডন থেকে এক বিশেষজ্ঞ চিকিৎসক ইতোমধ্যেই তাঁকে এসে দেখে গিয়েছেন। এটুকু জানা গিয়েছে, কৃত্রিম ভাবে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।

গত কয়েক দিন ধরে বিভিন্ন রাজনৈতিক নেতারা শয্যাশায়ী মুখ্যমন্ত্রীকে দেখতে চেন্নাইয়ের হাসপাতালে এসে ঘুরে যাচ্ছেন। তবে সংক্রমণের আশঙ্কায় কাউকেই জয়ললিতার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

এদিকে, তাঁর অসুস্থতা নিয়ে গুজব রটানোর অভিযোগে চেন্নাই পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি কত দিনে সুস্থ হয়ে উঠতে পারেন, কিংবা তাঁর অসুস্থতার সব খুঁটিনাটি গোপন থাকার জন্যই নানান গুজব ডানা মেলছে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

জয়ললিতার দপ্তরগুলির দায়িত্বে আপাতত অর্থমন্ত্রী