সীমিত আকারে খুলে দেয়া হলো পবিত্র কাবা শরীফ 

কয়েক মাস ধরে লক ডাউনের পর, মুসলমানদের সবচাইতে পবিত্র স্থান,মক্কাতে দিনে ৬০০০ পূর্ণার্থীদের প্রবেশের অনুমতি দিল সৌদি সরকারI খুলে দেবার প্রথম ধাপে, শুধুমাত্র সৌদি নাগরিক ও স্থানীয় বাসিন্দাকে প্রবেশ করতে দেয়া হবে এবং একজন পূর্ণার্থী তীর্থ অনুষ্ঠান সম্পাদন করতে সর্বাধিক ৩ ঘন্টা সময় পাবেনI

মক্কা'র মহামান্নিত মসজিদকে জীবাণুমুক্ত করা হয়েছে এবং দিনে কয়েকবার ধোয়া হচ্ছেI এই মসজিদ প্রাঙ্গনেই অবস্থিত ঘনক্ষেত্রের আকারে পবিত্র কাবা শরীফ, যাকে ঘিরে সারা বিশ্বের মুসলমানরা ৫বার নামাজ আদায় করে থাকেনI