দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ক্ষমতায়ন জরুরি-ড. কামাল হোসেন

Kamal Hossain

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ক্ষমতায়ন জরুরি। সোমবার যশোরে সাংবাদিকদের সাথে আলাপকালে ড. কামাল হোসেন বলেন স্বাধীন দেশে গনতান্ত্রিক শাসন ব্যবস্থা্য জনগণই সব কিছুর মালিক এবং সেখানে সরকারের অবস্থান সেবকের। তিনি দেশে নিজের মালিকানাকে প্রতিষ্ঠার করার জন্য সকল মানুষকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি জাতিসংঘের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন। দেশে ফিরে ঢাকায় দলের শীর্ষ নেতাদের সাথে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানিয়ে বলেন জাতিসংঘে তাঁর সফরেরে সময় তারা এব্যাপারে কিছু বিষয় জানতে চেয়েছিল সেগুলো তাদের জানানো হয়েছে।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।

Your browser doesn’t support HTML5

ঢাকা সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।