দিনাজপুরের কান্তজির মন্দির প্রাঙ্গনে হিন্দু ধর্মীয় উৎসবে বোমা হামলায় দশজন আহত

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউর মন্দির প্রাঙ্গনে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রাসমেলায় বোমা হামলায় কমপক্ষে দশজন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২ জনের অবস্থা গুরুতর বলে স্থানীয় অধিবাসী এবং পুলিশ বলেছে। শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে রাসমেলা উপলক্ষে যাত্রাপালা চলার সময় ওই জনসমাগমের মধ্যে পর পর তিনটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। পুরো এলাকায় আতঙ্কে মানুষ দিগি¦দিক ছুটতে থাকে এবং মেলার সব আয়োজন বন্ধ হয়ে যায়। পুলিশ সাতজনকে আটক করেছে এবং অভিযান নেমেছে বলে জানিয়েছে। পুলিশ বলছে, এগুলো হাতবোমা না অন্য কোনো বোমা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। উল্লেখ্য গত ১৮ নভেম্বও দিনাজুরেই দুর্বৃত্তদের গুলিতে খ্রিস্টান চার্চের ফাদার ও ইতালীয় নাগরিক পিয়েরো পারলারি গুরুতর আহত হয়েছিলেন। ইসলামিক স্টেট বা আইএস ওই হামলার দায় স্বীকার করেছিল। এদিকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকি দিয়ে একটি ই-মেইল বার্তা পাঠিয়েছে মিশন জিহাদ নামের এক সংগঠন। জনাব সেলিমের সাথে শনিবার রাতে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

দিনাজপুরের কান্তজির মন্দির প্রাঙ্গনে হিন্দু ধর্মীয় উৎসবে বোমা হামলায় দশজন আহত