জম্মু ও কাশ্মীরে বিনিয়োগ করার ইচ্ছে প্রকাশ করেছে ৪৪ কোম্পানি

Kashmir Situation

ভারত জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ করার ফলে উপত্যকায় ব্যবসা ও বিনিয়োগের যে নতুন দিক খুলে যাবে বলে আশা প্রকাশ করেছিল কেন্দ্র, তা এখন বাস্তব রুপ নিতে যাচ্ছে। বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করেছে বহু কোম্পানি।

কেন্দ্রীয় সরকার সূত্রে এক বেসরকারি বৈদ্যুতিক গণমাধ্যমের খবর, গত ১ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিনিয়োগ করার ইচ্ছে প্রকাশ করেছে ৪৪ কোম্পানি। এর মধ্যে ৩৩টি কোম্পানির প্রস্তাব গ্রহণ করেছে সরকার। বিনিয়োগের প্রস্তাব এসেছে তথ্য প্রযুক্তি, পরিকাঠামো, বিদ্যুত্, উত্পাদন, হোটেল, প্রতিরক্ষা, পর্যটন ও শিক্ষা ক্ষেত্রে। সবেমিলিয়ে বিনিয়োগের পরিমান ১৫,০০০ কোটি টাকা। বিনিয়োগের পরিমান ১ লাখ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।এদিকে, রাজ্যে বিনিয়োগ টানার জন্য একটি শিল্প সম্মেলন করার পরিকল্পনা করেছে সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরেই ওই সম্মেলন হতে পারে। এনিয়ে তৎপরতা এখন তুঙ্গে।উল্লেখ করা যেতে পারে গত ৫ই অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর উপত্যকার পরিবেশ এখনও থমথমে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কাশ্মীর। স্কুল কলেজ খুললেও সেখানে পড়ুয়াদের হাজিরা উল্লেখযোগ্য নয়। শ্রীনগর সহ বিভিন্ন এলাকায় ফোন, ইন্টারনেট ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

কলকাতা সংবাদদাতা পরমাসিষ ঘোষরায়ের প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

Kashmir Investment