পাকিস্তানের ২০০টি অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে টুইটার

twitter

কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বার্তা প্রকাশ্যে আসার পরিপ্রেক্ষিতে, পাকিস্তানের ২০০টি অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার ।কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর বিষয়টি নিয়ে আপত্তিকর এবং উস্কানিমূলক টুইট নিয়ে সংস্থাকে আগেই সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার। তার পরই পাকিস্তানের ২০০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল। এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলেও খবর।

ভারতের অভিযোগের ভিত্তিতে কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক, বিভ্রান্তিকর তথ্য টুইট করা হচ্ছে এমন ৭-৮টি অ্যাকাউন্ট চিহ্নিত করে প্রথমে সেগুলিকে সাসপেন্ড করে টুইটার কর্তৃপক্ষ। পরে একই কারণে পাকিস্তানের ২০০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের সরকারি আধিকারিক, সাংবাদিক ও একাধিক সমাজকর্মীদের অ্যাকাউন্ট বলে খবরে প্রকাশ।পাকিস্তানের ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’-এর ডিজি মেজর জেনারেল আসিফ গাফুর জানান, এই টুইটার অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ায় খুবই সমস্যা হচ্ছে। টুইটারের এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ সোমবারই টুইটারের আঞ্চলিক অফিসে পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি (PTA) ইতিমধ্যেই এ বিষয়ে একটি অভিযোগ জানিয়েছে বলেও জানা গেছে।

কলকাতা সংবাদদাতা পরমাসিষ ঘোষরায়ের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

Twitter kashmir