এক রাজ্যে মন্ত্রিসভা, অন্য রাজ্যে মন্ত্রিসভা ভেঙে জারি রাষ্ট্রপতির শাসন

এক রাজ্যে গঠিত হতে চলেছে মন্ত্রিসভা, অন্য রাজ্যে মন্ত্রিসভা ভেঙে রবিবার জারি হল রাষ্ট্রপতির শাসন। জম্মু-কাশ্মির রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রি মুফতি মহম্মদ সৈয়দের মৃত্যুর পর থেকে আড়াই মাস ধরে যে রাজ্যপালের শাসন চলছিল, তার অবসান হতে চলেছে। নতুন জোট সরকার গড়তে চলেছে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি আর বিজেপি দলের জোট। মুখ্যমন্ত্রি হবেন মেহবুবা মুফতি। শোনা যাচ্ছে, দর কষাকষি করে মেহবুবা দুই দলের মধ্যে আগের বোঝাপড়ার বদল করতে চাইছিলেন। বিজেপি নরম হয়নি। অচলাবস্থা হলে ফের বিধানসভা নির্বাচনের আশঙ্কায় মেহবুবা সরকার গঠনে সম্মত হয়ে যান। ও দিকে, হিমালয়ের কোলে আরেক রাজ্য উত্তরাখণ্ডে কংগ্রেস সরকারের কয়েক জন বিধায়ক দলত্যাগ করবার পর সোমবার বিধানসভার শক্তি পরীক্ষার কথা ছিল্ কিন্তু তার আগেই রাষ্ট্রপতির শাসন জারি করে দেওয়া হল।বিজেপি আগে থেকেই তেমন দাবি করে রেখেছিল। এই নিয়ে জাতীয় রাজনীতি সরগরম।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

kashmir