শতাব্দীর সবচেয়ে ভারী বর্ষণে কেরালায় বন্যা

এই শতাব্দীর সবচেয়ে ভারী বর্ষণে ভারতের দক্ষিণের রাজ্য কেরালা ভেসে গিয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ইতিমধ্যে ৩২৪ জনের মৃত্যু হয়েছে, তার অধিকাংশই গত ৩৬ ঘণ্টায়। আগামী ২৪ ঘন্টা আরও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁধগুলো এত জল ধরে রাখতে পারছে না বলে ৮০টি বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। রাজ্যের ১৪টি জেলার মধ্যে ১৩টিতেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ২ লক্ষ ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ৪০টি ডিভিশনকে উদ্ধার অভিযানে নামানো হয়েছে। সেই সঙ্গে আছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখন পর্যন্ত কয়েকশো রাবার ভোট, হেলিকপ্টার ও বিমান দিয়ে কাজ চালানো হচ্ছে। আরও পাঠানো হবে। কেরালার মৎস্যজীবীরাও তাঁদের নৌকো নিয়ে উদ্ধারের কাজে নেমে পড়েছেন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে অটল বিহারী বাজপেয়ীর অন্ত্যেষ্টি শেষে কেরালা চলে গিয়েছেন।

দীপংকর চক্রবর্তী ভয়েস অফ আমেরিকা কলকাতা

Your browser doesn’t support HTML5

দীপংকর চক্রবর্তী ভয়েস অফ আমেরিকা কলকাতা