ক্যাম্বোডিয়ায় খেমের রুস আমলের দুই সাবেক নেতার বিচার


ক্যাম্বোডিয়ার নমপেনে খেমের রুস দুই সাবেক নেতার বিচারের চুড়ান্ত পর্যায়ের বিবৃতি শোনার জন্য আদালত কক্ষে মানুষ উপচে পড়ে এদের বেশির ভাগ ছিল খেমে রুশ যারা বেঁচে আছেন তারা।

১৯৭০এর দশকের কমিউনিষ্ট শাসক খেমের রুশর আমলে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নুওন চে এবং খাইয়ু সাম্ফানকে বিচারের মুখোমুখী করা হচ্ছে তাদের বিরুদ্ধে প্রায় ২০ লক্ষ ক্যাম্বডিয়ানকে হত্যা করার অভিযোগ রয়েছে।

ঐ দুজনের বয়স এখন প্রায় ৮০র ওপরে। জাতিসংঘ সমর্থিত ট্যাইবুনালে বুধবারের অধিবেশনে তারা উপস্থিত ছিল।

আশা করা হচ্ছে যে আগামি মাসের প্রথম ভাগেই এর রায় ঘোষণা করা হবে।