ভারতে গত প্রায় দুবছর থেকে গণধর্ষণের ঘটনা বেড়ে চলেছে এবং এইভাবে নারী নির্যাতনের যারা শিকার তাদের নিরাপত্তার দাবীতে সোচ্চার সারা দেশ। বিশেষ করে মানবাধিকার কর্মী-সংগঠনগুলো এবং দেশে বিদেশে এ্যামনেস্টির মত অধিকার সংস্থা নারীর বিরুদ্ধে সহিংসতা অবসান ও তা রোধ করার জন্য ভারতীয় প্রশাসন, নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত সবার প্রতি জোর আহ্বান জানাচ্ছে।
সম্প্রতি বীরভুমের একটি ঘটনায় আদিবাসী এক তরুনীর ভিন্ন-জাতের পুরুষের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে যে গণধর্ষণের ঘটনা ঘটে, সে বিষয়ে রোকেয়া হাযদার টেলিফোনে কথা বলেছেন কলকাতায় ‘অল বেঙ্গল উইমেনস ইউনিয়নে’র ভাইস প্রেসিডেন্ট কিশওয়ার জাহানের সঙ্গে।