আজ মধ্য কলকাতার শিয়ালদা থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে আরো এক জন কে গ্রেফতার করা হল। গ্রেফতার জঙ্গি সাদান হুসেন ওরফে বাবু। শিয়ালদা অঞ্চলের জগৎ সিনেমা হলের সামনে থেকে আজ তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের ষ্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। রিয়াজুল, তনবিরকে বাংলাদেশ সীমান্ত পার করানোর দায়িত্ব ছিল ধৃত জঙ্গির ওপর। সীমান্ত এলাকায় সাদান হুসেনের কয়েকজন আত্মীয় থাকেন। তাদের সাহায্যেই জঙ্গিদের সীমান্ত পার করানো হয়। ধৃত সাদান হুসেন আল কায়দার স্লিপার সেলের সক্রিয় সদস্য এমনই অনুমান এসটিএফের আধিকারিকদের। এসটিএফ এর গোয়েন্দা আধিকারিক দের ধারণা আরও কয়েকজনকে সীমান্ত পার করানো হয়েছে। সাদান কে জেরা করে সেই সংক্রান্ত তথ্য মিলবে। এছাড়া ধৃতকে জেরা করে কলকাতায় জঙ্গি মডিউলের হদিশও মিলতে পারে, দাবি এসটিএফের।প্রসঙ্গত বলা যেতে পারে গত একুশে নভেম্বর কলকাতা স্টেশন থেকে রিয়াজুল, তনবির-সহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে এসটিএফ। সেই গ্রেফতারির তিন দিনের মধ্যেই ফের কলকাতা থেকে পাকড়াও আরও এক সন্দেহভাজন আল কায়দা জঙ্গি।এদিকে আজই সাদান হুসেন আদালতে তোলা হলে আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট