ভারত-চীনের লাদাক সীমান্তে চীনা সেনারা ১৬ই মার্চ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ইন্দো-তিব্বতী পুলিশ এবং ভারতীয় জোওয়ানরা তা প্রতিহত করে। বিস্তারিত রিপোর্টি শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়ের কাছে।
Your browser doesn’t support HTML5
পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট
ভারতের প্রত্যেকটা নির্বাচনে প্রার্থির সংখ্যা বেড়ে চলেছে। ১৯৯৮ সালে লোকসভা নির্বাচনে সারা ভারতে মোট প্রার্থি ছিলেন ৪৭৫০ জন, ২০০৯ সালে তা বেড়ে গিয়ে দাঁড়ায় ৭৫১৪ জন। এবারকার নির্বাচনে এই সংখ্যা আরও বাড়তে পারে। অনাবশ্যক প্রার্থির সংখ্যা কমানোর জন্যে নির্বাচন কমিশনের প্রচেষ্টা কি ভাবে ব্যর্থ হচ্ছে সে সম্পর্কেই এই রিপোর্টটি পাঠিয়েছেন, আমাদের কোলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।