কলকাতায় ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি আয়োজিত আলোচনা

কলকাতায় ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি আয়োজিত আলোচনা সভায় বিশিষ্ট বাংলাদেশী মানবতাবাদী শাহরিয়র কবীর বললেন, মায়ানমারে যে অত্যাচার চলেছে রোহিঙ্গাদের ওপর, তার বিচার করতে গঠিত হোক এক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। পাশাপাশি `আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি`র জঙ্গী কার্যকলাপের মোকাবিলা করতে ভারত, বাংলাদেশ আর মায়ানমার একটি যৌথ গোষ্ঠী গড়ে তুলুক। এদের আক্রমণের বদলা নিতেই তো মায়ানমার সেনারা রোহিঙ্গাদের ওপর আক্রমণ চালায়।

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান বলেন, সেই ১০৭৮ সাল থেকে রোহিঙ্গাদের ওপর দফায় দফায় আক্রমণ শুরু হয়। এ পর্যন্ত ১০ লক্ষ শরণার্থী মায়ানমার ছেড়ে বাংলাদেশে এসেছেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট