ভারতের প্রাক্তন নৌবাহিনী অফিসার কূলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রাণদণ্ড দিয়েছে পাকিস্তান। এ অভিযোগ ভারত মানে না। ওঁকে বাঁচানোর উপায় কি? অন্যতম বিকল্প হল, ভারতের হাতে আটক পাকিস্তানী গুপ্তচরদের সঙ্গে যাদবকে বদলাবদলি করে মুক্তি আদায়। ঠাণ্ডা যুদ্ধের যুগে এ ভাবে আমেরিকা ও রাশিয়া নিজেদের গুপ্তচরদের মুক্তি আদায় করত। এ ছাড়া, বন্ধু তৃতীয় দেশের মারফত চাপ দেওয়া একটা বিকল্প। ভারতের ধারণা, চরম সাজার ভয় দেখিয়ে ভারতের কাছ থেকে কিছু আদায় করতে চাইছে পাকিস্তান। যাদব যে গুপ্তচর, এই অভিযোগ মানতেই রাজি নয় ভারত। ভারতের রাজনৈতিক মহল যাদবের মুক্তির দাবিতে উদ্বেলিত।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
Your browser doesn’t support HTML5
গৌতম গুপ্তের রিপোর্ট