বাংলাদেশে লেসিক অস্ত্রপাচারের ক্ষেত্রে পায়নিয়ার হচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ রশিদ হায়দার। সিনিয়র লেসিক সার্জেন ডঃ হায়দার এসে ছিলেন ওয়াশিংটানে। বাংলাদেশে লেসিক অস্ত্রপাচারের নানা দিক নিয়ে তাঁর সংগে কথা বলেন তাহিরা কিবরিয়া। বিস্তারিত সাক্ষাতকারটি শুনতে অডিওতে চাপ দিন।
Your browser doesn’t support HTML5
Dr. Rashid Haider