লতিফ সিদ্দিকীকে নিয়ে প্রতিক্রিয়া ও তোলপাড়

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার পর দেশে ফিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সরকারী বাসভবনে দেওয়া এক সংবাদ সম্মেলনে জাতিসংঘে তাঁর কর্মতৎপরতার ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন । তিনি এক প্রশ্নের জবাবে বলেন যে ডাক ও টেলিযোযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সম্প্রতি যে সব মন্তব্য করেছেন , তার দায় সরকার নেবে না। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী

Your browser doesn’t support HTML5

শুনুন মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন

ও দিকে ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন , বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সম্প্রতি নিউ ইয়র্ক হজ ও হজরত মোহাম্মদ ( সাল্লালাহু আলাইহে ওয়াসাল্লাম ) সম্পর্কে যে মন্তব্য করেছেন , তার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর বিক্ষোভকারীরা লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Your browser doesn’t support HTML5

লতিফ সিদ্দিকী সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট