বাংলাদেশের চামড়া শিল্প ব্যপক সংকটের মধ্যে পড়েছে

আন্তর্জতিক বাজারে চামড়া ও চামড়াজাত পন্যের চাহিদা কমে যাওয়ায় বাংলাদেশের চামড়া শিল্প ব্যপক সংকটের মধ্যে পড়েছে। এ কারনে গত বছরের ঈদুল আজহার সময়ে সংগৃহীত চামড়ার ৪০ শতাংশের বেশী এখনও মওজুদ রয়ে গেছে। এর উপরে এ বছরেও চামড়া কেনা হয়েছে। এ বছরে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে গত ৫ বছরের সর্বনিম্ন দামে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, তারা শংকায় আছেন আন্তর্জতিক বাজারে চামড়া ও চামড়াজাত পন্যের দাম আরো কমে যায় কিনা। ...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের চামড়া শিল্প ব্যপক সংকটের মধ্যে পড়েছে