লেবানন তার সীমান্ত থেকে আই এস বিতাড়নের অভিযান শুরু করেছে

Islamic State group positions inside the country Saturday, to start the

লেবাননের সেনাবাহিনী আজ জানিয়েছে যে সিরিয়ার সঙ্গে তার উত্তর পশ্চিমাঞ্চলে সীমান্ত এলাকা থেকে সে ইসলামিক স্টেটের জঙ্গিদের সরিয়ে দেওয়ার জন্য তারা সামরিক অভিযান শুরু করেছে।

লেবাননের হেজবুল্লাহ এবং সিরিয়ার সেনাবাহিনীও আজ বলেছে যে তারা সিরিয়ো সীমান্ত থেকে আই এস কে বিতাড়নের জন্য অভিযান শুরু করেছে।

পরে টেলিভিশনের মাধ্যমে দেওয়া এক সংবাদ সম্মেলনে লেবাননী সেনাবাহিনীর একজন মুখপাত্র এই বিষয়টি পরিস্কার করেন যে লেবানন , লেবাননী হেজবুল্লাহ কিংবা সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে সমন্বিত ভাবে এই অভিযান চালাচ্ছে না।

সিরিয়া যখন নৃশংস এক গৃহযুদ্ধের মোকাবিলা করে চলছে , তখন লেবাননের সেনাবাহিনী তার সীমান্ত বরাবর নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তুলছে।