লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা

যুদ্ধাবস্থা বিরাজমান থাকায় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবারে ঢাকায় পররাষ্ট্র দফতর জানিয়েছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস তিউনিসিয়ায় সরিয়ে নেয়া হয়েছে এবং সেখান থেকে সাময়িকভাবে কার্যক্রম পরিচালিত হবে। পররাষ্ট্র দফতর বলছে, দেশটিতে চলমান সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং দূতাবাসে যারা কর্মরত রয়েছেন তাদের তিউনিসিয়ায় সরিয়ে নেয়া হয়েছে। একই সাথে সশস্ত্র সংঘাত এবং অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশী শ্রমিকসহ বাংলাদেশী নাগরিকদের লিবিয়া না যাওয়ার জন্য কড়া সতর্কতা আরোপ করা হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা