লিবিয়ার নেতা গাদ্দাফির প্রশাসনে আরও বিমান আক্রমন বৃদ্ধির লক্ষ্যে মিত্র জোট বিমান বহর সরবরাহ করবে

নেটোর মহাসচিব রাসমিউসেন

নেটো আশা করছে যে মিত্র জোট লিবিয়ার নেতা মুয়াম্মর গাদ্দাফির প্রশাসনে আরও বিমান আক্রমন বৃদ্ধির লক্ষ্যে আরও বিমান বহর সরবরাহ করবে।

নেটোর মহাসচিব ফোগ রাসমিউসেন বলেছেন শীঘ্রই সাহায্য আসবে।

এর আগে ব্রিটেইন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের নেতারা বলেছেন মুয়াম্মর গাদ্দাফি ক্ষমতা ছেড়ে না দেওয়া পর্যন্ত নেটো কোয়ালিশন লিবিয়ায় তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে।

ব্রিটিশ প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরন, ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন মি: গাদ্দাফিকে ক্ষমতায় থাকতে দেওয়াটা, লিবিয়ার জনগনকে বিবেকহীন ভাবে প্রতাড়িত করা হবে।

শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদপত্রে নেতারা লিখেছেন “যে লোক নিজের জনগনকে হত্যা করতে চেষ্টা করেছে তিনি ভবিষ্যতের সরকারে একটা ভূমিকা রাখতে পারেন তা অকল্পনীয়”।