বাংলাদেশে খাদ্য নিরাপত্তা সূরক্ষিত : খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ।

জীবন ধারাই বলূন কিংবা অন্তত জীবন যাপনই বলুন ,এ সব কিছু্রই জন্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্য । বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউ এফ পি , খাদ্য সরবরাহ নিয়ে বেশ চিন্তিত বিশেষত: উন্নয়নশীল দেশগুলোতে । এ নিয়েই বাংলাদেশের খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড: মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে আলোচনাকালে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলেন । তিনি বলেন বাংলাদেশে বর্তমানে যথেস্ট পরিমান খাদ্য সূরক্ষিত রয়েছে । খাদ্যের চালানও কোনোভাবে বিঘ্নিত হচ্ছেনা । ড রাজ্জাক বলেন খাদ্য নিরাপত্তার ব্যাপারে দূশ্চিন্তার কিছু নেই । খাদ্য সরবরাহের সঙ্গে সঙ্গে খাদ্য বিতরন ব্যবস্থাও সন্তোষজনক বলে মনে করেন বাংলাদেশের খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক । বলেন খাদ্য উত্পাদনও বাংলাদেশের এখন সন্তোষজনক ।