ভারতে বাজ পড়ে দেশের চার রাজ্যে মৃত্যু হয়েছে অন্তত ১২০ জনের

Lighning in India

মঙ্গলবার ও বুধবার, মাত্র দু দিনে বাজ পড়ে দেশের চার রাজ্যে মৃত্যু হয়েছে অন্তত ১২০ জনের। কেবল বিহারেই মৃত্যুর সংখ্যা কম করে ৬০। ওই রাজ্যের প্রাকৃতিক বিপর্যয় দপ্তরের মন্ত্রি, জয়প্রকাশ বলেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। বিহারের আবহাওয়া দপ্তরের প্রধান, এ কে সেন জানিয়েছেন, মাত্র দু দিনে বজ্রপাতে এত মৃত্যুর সংখ্যা এক নতুন রেকর্ড। এই দু দিনে বিহার ছাড়া উত্তর প্রদেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের, ঝাড়খণ্ডে ১৩ ও মধ্য প্রদেশে ৭ জনের। গত ১০ বছরে রাজ্যওয়ারী হিসেব ধরলে সর্বাধিক মৃত্যুর ঘটনা মধ্য প্রদেশে - ৩,৮০১ জন। তুলনায় পশ্চিমবঙ্গে মৃত্যু ১,৬০৫ জনের। এই ১০ বছরে সারা দেশে বজ্রপাতে মোট মৃত্যুর সংখ্যা ২৪,৭৫৭ জনের। বা, গড়ে বছরে প্রায় আড়াই হাজার। গত কয়েক বছরে দক্ষিণবঙ্গে বজ্রপাতের ঘটনা যে বেড়ে চলেছে, তা লক্ষ্য করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। কিন্ত কেন তা ঘটছে, তার উত্তর তাঁরা দিতে পারেন নি। বজ্রপাত এমন এক প্রাকৃতিক বিপদ, যার বিরুদ্ধে আগামসতর্ক হওয়া শক্ত।
এ বিষয়ে গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট