রাঙ্গামাটির লংগদু এখন শান্ত। তবে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। অজ্ঞাত ৪০০ জনকে আসামী করে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। যুবলীগ নেতা ও মোটক বাইক চালক নুরুল ইসলাম নয়নের হত্যাকা-ের ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়েছিল লংগদু। প্রায় শতাধিক ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক। লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করেছে।
ওদিকে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নয়নকে কে বা কারা হত্যা করেছে তা সবাই জানে। এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে। তিনি আঞ্চলিক সংগঠনগুলোকে দায়ী করেন কার্যত এ হত্যাকা-ের জন্য। বলেন, এখানে প্রত্যেকটি আঞ্চলিক সংগঠন অন্যায় করে যাচ্ছে। এইসব অন্যায় বন্ধ না করলে খুন-গুমের মতো অন্যায় চলতে থাকবে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী
Your browser doesn’t support HTML5
লংগদু এখন শান্ত