উত্তরপ্রদেশে জোর করে বা ‘অসৎ’ উদ্দেশে ধর্মান্তরিত করা রুখতে আইন জারি

ভারতে এই প্রথম রাজ্য হিসেবে লাভ জিহাদ বিরোধী অডিন্যান্স জারি করল উত্তরপ্রদেশ। সরকারি সূত্রের খবর উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল অর্ডিন্যান্স জারি করেন। এর মাধ্যমে লাভ জিহাদ বিরোধী আইন কার্যকর হল উত্তরপ্রদেশে। কেন এই আইন? সরকারি সূত্রে খবর, জোর করে বা ‘অসৎ’ উদ্দেশে ধর্মান্তরিত করা থেকে রুখতে, এই আইন আনা হয়েছে। আজ, শনিবার থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে বলে জানা গেছে। উল্লেখ করা যেতে পারে গত, মঙ্গলবার উত্তরপ্রদেশের মন্ত্রিসভার সদস্য সিদ্ধার্থ নাথ সিং জানান ধর্মান্তরিত করা রুখতে নতুন অর্ডিন্যান্স জারি করবে সরকার। বলা হয়েছে, সংখ্যালঘু এবং তফশিলি জাতি-উপজাতির মহিলাদের ধর্মান্তরিত করলে ১০ বছরের জেল হবে। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা হবে। গণ ধর্ম পরিবর্তনের ঘটনা ঘটলে অভিযুক্তের ৩ থেকে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা হবে।

Your browser doesn’t support HTML5

উত্তরপ্রদেশে জোর করে বা ‘অসৎ’ উদ্দেশে ধর্মান্তরিত করা রুখতে আইন জারি