আইএস ও আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় গ্রেপ্তার এক বাংলাদেশিসহ পাঁচজন

মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিসহ পাঁচজন মালয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছেন। গত ১৭ই নভেম্বর থেকে পহেলা ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার হওয়ার খবর শনিবার দেশটির পুলিশ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে বলে বার্তা সংস্থার খবরে প্রকাশ।

বিবৃতিতে মালয়েশিয়ার পুলিশ বলেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে মালয়েশিয়ার একজন ও চার বিদেশি নাগরিক রয়েছেন। এদের মধ্যে ৪৪ বছর বয়সী এক ইউরোপীয় রয়েছেন যার সঙ্গে আল কায়েদার সম্পর্ক আছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় আফগানিস্তান ও বসনিয়ায় জঙ্গি কার্যক্রমেও তিনি অংশ নিয়েছিলেন।

বাকিদের মধ্যে ৩১ বছর বয়সী এক ইন্দোনেশীয় পুরুষ, এক মালয়েশীয় এবং এক বাংলাদেশি আইএসের একটি সেলের সঙ্গে জড়িত যা বিদেশে জঙ্গি কার্যক্রমে অংশ নিতে স্বেচ্ছাসেবক সংগ্রহের দায়িত্বে ছিল। বিবৃতিতে বলা হয়েছে ওই সেলটির নেতা ইন্দোনেশীয় ওই নাগরিক ২০১৪ সাল থেকে ফেইসবুকে আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য দেখিয়ে আসছেন।

Your browser doesn’t support HTML5

আইএস ও আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় গ্রেপ্তার এক বাংলাদেশিসহ পাঁচজন