মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করেছে বলে যা বলা হচ্ছে তা ডাহা মিথ্যা-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

মালয়েশিয়ায় জনশক্তি রফতানি খাতে এক শ্রেণীর অসাধু কোম্পানী এবং ব্যক্তিবর্গের একচেটিয়া নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগে ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে ওই দেশটিতে বাংলাদেশী শ্রমিক নিয়োগের বর্তমান পদ্ধতি বন্ধ করে দিয়েছে মালয়শীয় কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ১০টি রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশ সরকার কারণ দর্শাও বা শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মন্ত্রী বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হবে।
এদিকে, মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করেছে বলে যা বলা হচ্ছে তা ডাহা মিথ্যা বলে সংবাদ মাধ্যমে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে জনশক্তি রফতানি বিষয়ে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত হবে।

ঢাকা সংবাদদাতা আমীর খসরু জানাচ্ছেন বিস্তারিত।

Your browser doesn’t support HTML5

ঢাকা সংবাদদাতা আমীর খসরু জানাচ্ছেন বিস্তারিত।