বাংলাদেশসহ বিভিন্ন দেশের কয়েক হাজার বৈধ কাগজপত্রবিহীন শ্রমিককে আটক

Bangladeshi labour arrest

মালয়েশিয়ায় এই মাসেই শুরু হওয়া অবৈধ বিদেশী শ্রমিক আটক অভিযানে এ পর্যন্ত বাংলাদেশসহ বিভিন্ন দেশের কয়েক হাজার বৈধ কাগজপত্রবিহীন শ্রমিককে আটক করা হয়েছে। ঢাকায় বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক, এ পর্যন্ত ৭ হাজারের বেশি বৈধ কাগজপত্রবিহীন বিদেশীকে আটক করা হয়েছে -যারা প্রায় সবাই শ্রমিক। ৪ শতাধিক বাংলাদেশী শ্রমিককেও এই দফায় আটক করা হয়েছে-যাদের মধ্যে আড়াইশ জনের মতো বাংলাদেশীকে খুব শিগগিরই দেশে পাঠিয়ে দেয়া হবে বলে জানা গেছে। কিছুদিন আগেও ৬শ জন বাংলাদেশীকে আটক করা হয়, যারা এখন দেশে ফেরার অপেক্ষায় ওই দেশের জেলে রয়েছেন। মালয়েশিয়ায় নতুন সরকার আসার পরে- ৩০ জুন যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে- তাদের আটক অভিযানের পরিকল্পনা করা হয় এবং সে মতে ১ জুলাই থেকে আটক অভিযান শুর হয়।এদিকে, বিভিন্ন দেশের ১৩০টি মানবাধিকার এবং শ্রমিক অধিকার রক্ষায় সক্রিয় সংস্থা মালয়েশিয়া সরকারের আটকনীতির তীব্র সমালোচনা করেছে। নর্থ-সাউথ ইউনিশিয়েটিভ নামের বেসরকারী একটি সংস্থা ওই যৌথ বিবৃতিতে এই অভিযান বন্ধের দাবি জানিয়েছে।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

Bangladeshi labour arrest