প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে কুয়ালালামপুরে প্রতিবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে রাজধানী কুয়ালালামপুরে গত দু’দিন ধরে প্রতিবাদ মিছিল হচ্ছে। তারা বিরুদ্ধে গুরুতর জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।


প্রধানমন্ত্রী নাজিবের বিরুদ্ধে 1MDB নামের একটি রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০ কোটি ডলার তার ব্যক্তিগত একাউন্টে সরানোর অভিযোগ ওঠার পর দেশের শীর্ষ স্থানীয় সুশীল সমাজ বেরসই, নাজিব রেজাকের পদত্যাগ দাবী করছে। সরকার বেরসিয়ের অয়েব সাইটটি আপাতত বন্ধ করে দিয়েছেন এবং কুয়ালালাম পুরের ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে সক্রিয় কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করার অনুমতি না থাকার কারণে ঐ প্রতিবাদ মিছিল বেআইনী বলেও ঘোষণা করেছেন।

শনিবার পূর্ব পরিকল্পিত বিক্ষোভ মিছিলের আগেই সরকার নিরাপত্তা জোরদার করছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করার জন্য তিনি দেশের এটর্নি জেনারেলকে তার পদ থেকে বরখাস্ত করেছেন।