মালদ্বীপে নতুন প্রেসিডেন্ট শপথগ্রহণ করেছেন

ইয়ামিন আব্দুল গাইউম

মালদ্বীপে নতুন প্রেসিডেন্ট শপথগ্রহণ করেছেন। প্রায় দুবছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার অবসান করে তিনি একদিন আগে নির্বাচনে জয়লাভ করেন।

ইয়ামিন আব্দুল গাইউম ও তার ডেপিউটি মোহাম্মদ জামিল রবিবার শপথ গ্রহণ করেন। দেশের প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান।

আট দিন আগে মালদ্বীপে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে মি গাইউমের প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাশিদ, ৪৭ শতাংশ ভোট পান। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যে ৫০ শতাংশ ভোটের প্রয়োজন তা তিনি পাননি।

পরের দিন ফিরতি নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্ট তা এক সপ্তাহের জন্য স্থগিত করেন যখন তৃতীয় স্থানে যে প্রার্থী ছিলেন তিনি ফিরতি নির্বাচন বিলম্বের জন্য আবেদন জানান।