মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সাথে চলা ফেরার পরামর্শ দেওয়া হয়েছে

A Maldives policeman charges with baton towards protesters after the government declared a 15-day state of emergency in Male, Maldives, early Tuesday, Feb. 6, 2018.

মালদ্বীপে সরকার এবং বিচারবিভাগের দ্বন্দ্বের প্রেক্ষিতে জারি হওয়া জরুরি অবস্থার কারনে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সাথে চলা ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট মালদ্বীপ

দেশটির রাজধানী মালেতে বাংলাদেশের দূতাবাস থেকে জারি করা এক সতর্ক বার্তায় প্রবাসী ও ভ্রমণরত বাংলাদেশিদের বাড়ির ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা করতেও নিষেধ করে
ওই সতর্ক বার্তায় যে সকল বিষয়ে সতর্কতা মেনে চলতে বলা হয়েছে তার মধ্যে রয়েছে, পরিস্থিতি সাপেক্ষে নিজ নিজ কাজকর্ম ছাড়া অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকা, অবসর সময়ে প্রয়োজন ছাড়া বাইরে অবস্থান না করা, কোনও রকম মিটিং, মিছিল বা সমাবেশে অংশগ্রহণ না করা।

এছাড়াও যেকোনো জরুরী পরিস্থিতিতে পরামর্শের জন্য দূতাবাসের হট লাইননম্বর ৯৬০ ৩৩২০৮৫৯ তে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।