মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের চলতি বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে নিজ নিজ দেশে ফিরতে হবে

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের চলতি বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে নিজ নিজ দেশে ফিরতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার।

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মালয়েশিয়ায় অবস্থান করা অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা এবং নিজ নিজ দেশে ফিরে যাওয়ার কর্মসূচি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে ‘বিফোরজি’ নামের ওই কর্মসূচি চলবে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এবং ওই সময়ের মধ্যেই অবৈধ শ্রমিকদের নিজ নিজ দেশে ফিরেতে হবে । তবে মালয়েশিয়ায় এই মুহূর্তে কতজন বাংলাদেশি অবৈধ শ্রমিক রয়েছেন তার কোন সরকারি পরিসংখ্যা পাওয়া যায় নাই। তবে গণমাধ্যমের দেয়া তথ্য মোতাবেক এ সংখ্যা প্রায় এক লাখ হতে পারে।

এদিকে, প্রতারণা থেকে সাবধান হতে এবং কোন এজেন্ট বা ভেন্ডরের সঙ্গে টাকা লেনদেন না করার জন্য ‘বিফোরজি’ কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে নোটিশ জারি করা হয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট