পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের কাছে ৬৩টি অভিযোগ করেছেন মমতা

আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার পর থেকে স্বভাবতই সবার নজর নিবদ্ধ ছিল এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রামের ওপরে, যেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলতে গেলে টিঁকে থাকার লড়াই চলছে তাঁরই একসময়ের ঘনিষ্ঠ সহচর অধুনা প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে। প্রতিবার এক একটা বুথ থেকে খবর আসছে সেখানে গণ্ডগোল হচ্ছে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে খোঁজ নিচ্ছেন।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের কাছে ৬৩টি অভিযোগ করেছেন মমতা

তৃণমূল মুখপাত্র ডেরেক ওব্রায়েন নির্বাচন কমিশনকে জানান, অন্তত দশটি বুথ বহিরাগতদের দখলে চলে গেছে। মমতা একসময় নিজে একটা বুথে গিয়ে অবস্থা দেখে রাজ্যপাল জাগদীপ ধনকারকে সেখান থেকেই ফোন করে বলেন, "পরিস্থিতি খুব খারাপ। এখানে বাইরের লোকজন এসে ছাপ্পা ভোট দিচ্ছে। যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে‌। আমি ৬৩টি অভিযোগ করেছি নির্বাচন কমিশনের কাছে, কিন্তু এখন অবধি কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আপনি ব্যবস্থা নিন।" রাজ্যপাল সাংবাদিকদের জানিয়েছেন, মমতার ফোন তিনি পেয়েছেন। গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আজ মমতার উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার কথা ছিল। কিন্তু নন্দীগ্রামের অবস্থা দেখে তিনি আজ সেখানেই থেকে যাওয়া মনস্থ করেছেন। সন্ধ্যে সাড়ে ছটার সময় নন্দীগ্রামে ভোটগহণ শেষ হয়েছে।