মেদিনীপুর জেলার জন্য একাধিক বরাদ্দ ঘোষণা করেছেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় গিয়ে দরাজহস্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার খড়্গপুরের প্রশাসনিক সভা করেন তিনি। সেখানেই তিনি একাধিক ঘোষণা করেন।বৈঠক থেকে রাজ্যের মেদিনীপুর জেলার জন্য একাধিক বরাদ্দ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যেমন ‘কর্ণগড় মন্দিরের সংস্কারের জন্য ১ কোটি টাকা ও খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেন তিনি।সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ‘আয়ুষ্মান ভারত প্রকল্পে কেন্দ্র ১০০% দিলে আপত্তি নেই। তিনি বলেন, ‘যাঁদের রেশন কার্ড নেই, তাঁদের কুপন দেওয়া হয়েছে।' একইসঙ্গে তাঁর ঘোষণা, তফশিলিদের কেউ ৬০ বছর হলেই পেনশন পাবেন।‘তফশিলি, সংখ্যালঘুদের প্রকল্পের টাকা দ্রুত রূপায়িত করতে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন তিনি। পরিযায়ী শ্রমিকরা যারা এখানে কাজ করতে চায়, কাজ দিতে হবে।এর পাশাপাশি, করোনাকালে দুর্গাপুজো নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘পুলিশের অনুমতি থাকলেই পুজোর ৫০ হাজার টাকা দিতে হবে। কোনও পুজো ১০ বছর হলে, তাকেও অনুমতি দিতে হবে।পুজোয় সরকারি অনুদান নিয়ে পুলিশকে নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

Your browser doesn’t support HTML5

মেদিনীপুর জেলার জন্য একাধিক বরাদ্দ ঘোষণা করেছেন মমতা