পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের সূচনা করেছেন জঙ্গলমহলের জেলাগুলো থেকে। সভা থেকে একের পর এক বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপি-কে শূন্য করে দেওয়ার ডাক দিয়েছেন জনসভাগুলো থেকে। শুধু তাই নয়, বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলেও অভিযোগ তুলেছেন বার বার। লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের কয়েকটি জেলা থেকে পিছিয়ে ছিল তৃণমূল।
Your browser doesn’t support HTML5
মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের সূচনা করেছেন জঙ্গলমহলের জেলাগুলো থেকে
এ বার সেই জঙ্গলমহলে নিজেদের সর্বশক্তি উজাড় করে দিয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা। খোদ মুখ্যমন্ত্রী একের পর এক জনসভা করছেন জঙ্গলমহলের জেলাগুলোতে।ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, কেশিয়াড়ি এবং কলাইকুণ্ডায় সভা করেন মমতা। শেষ সভা ছিল কলাইকুণ্ডায়। সেখান থেকে তিনি বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগেন, “বাংলায় জিতলেই দিল্লিতে ঝাঁপাব। দিল্লিছাড়া করে ছাড়ব।” আজ শুক্রবার তিনি সভা করেন পূর্ব মেদিনীপুরের এগরা, পটাশপুর এবং মেচেদায়।