পোলিং এজেন্টদেরকে বাড়ির খাবার ব্যতীত অন্য খাবার খেতে বারণ করছেন মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটের পরে চা আর বিরিয়ানি খাবেন না। বুথ কর্মীদের এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ওয়াকিবহাল মহলের জিজ্ঞাসা দলের কর্মীদের এমন সচেতন করার কারণ কি? যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আগ্রহ। প্রতিদিন রাজনৈতিক সমাবেশের মঞ্চে বক্তব্যের শেষ দিকে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করছেন তাঁর দলের ভোট কর্মীদের। বিশেষ করে যারা বুথ এজেন্ট, যারা পোলিং এজেন্ট তাদেরকে তিনি বারবার বাড়ির খাবার ব্যতীত অন্য খাবার খেতে বারণ করছেন।

Your browser doesn’t support HTML5

পোলিং এজেন্টদেরকে বাড়ির খাবার ব্যতীত অন্য খাবার খেতে বারণ করছেন মমতা

প্রসঙ্গত বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুথ কর্মী তাঁর দলের সম্পদ। কিন্তু চক্রান্ত করে কেউ বা কারা তাদের খাবারের মধ্যে ঘুমের ওষুধ বা এমন কিছু মিশিয়ে দিতে পারে। যাতে নেশাগ্রস্ত অবস্থায় হয়ে পড়ায় ভোটের দিন বা পরে অন্যরকম খেলা হতে পারে।মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জানিয়েছেন, "নির্বাচনের পরে আগামী একমাস পাহাড়া দিতে হবে ইভিএম মেশিন। যে সব ভোটের গণনা কেন্দ্র আছে, সেখানে সারাক্ষণ নজর রাখতে হবে। যারা দলের কর্মী, তাদের একটা টিম বানিয়ে সেখানে থাকতে হবে। যারা সব সময় নজর রাখবে গণণা কেন্দ্রের ওপরে।" এই সব কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভোট মেটার পরেও দায়িত্ব গনণা কেন্দ্রে গিয়ে নজর রাখা। সে কারণেই এই বিশেষ দল গঠন করতে বলা হয়েছে। আর এই দলে যারা থাকবেন তাদের জন্যে বলা হয়েছে, "কেউ একটা বিরিয়ানি প্যাকেট দিয়ে দিল, আর তোমরা তা খেয়ে নিলে, তা হবে না। ওই খাবারে যদি কেউ কিছু মিশিয়ে দেয় তাহলে সমস্যা হবে। তাই বাড়ি থেকে মায়ের রান্না করে দেওয়া খাবার নিয়ে এসে খাবে।