ম্যানচেস্টার বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Manchester Suicide Bombing

ম্যানচেস্টার বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলার তীব্র নিন্দা করে তিনি জানিয়েছেন, বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি ভারতের গভীর সহানুভূতি রয়েছে। সোমবার রাতে ইংল্যান্ডের ম্যানচেস্টারে আরিয়ানা গ্র্যান্ড কনসার্টে বিস্ফোরণের পরই সারা দুনিয়া থেকে বিভিন্ন বিশিষ্টজনেরা আহত ও নিহতদের প্রতি সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করেছেন। সারা দুনিয়ার সঙ্গে এই ধরনের হামলার ঘটনায় শোকাহত দেশের বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে শাহরুখ খান।প্রিয়ঙ্কা চোপরা টুইটে এই ঘটনার কড়া নিন্দা করে লিখেছেন তিনি পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডের পাশে রয়েছেন। এইমুহূর্তে তারকা মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর পাশে দাঁড়িয়ে প্রিয়ঙ্কার প্রতিক্রিয়া, এধরনের ঘটনা কেন বারংবার ঘটছে? সারা বিশ্ব কোন পথে এগোচ্ছে। অভিনেতা শাহরুখ খানের প্রতিক্রিয়া, খারাপ লাগছে এই রকম একটি দুঃখজনক খবর দিয়ে দিন শুরু করে। বিস্ফোরণে আক্রান্তদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে তিনিও সমবেদনা প্রকাশ করেছেন বলে তিনি মন্তব্য করেছেন।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট (প্রতিক্রিয়া)