মাওবাদীদের প্রেসার বোমা বিস্ফোরণে মৃত্যু হল পুলিশ কনস্টেবলের

মাওবাদীদের ফেলে রাখা প্রেসার বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। ছত্তিশগড়ের বিজাপুর জেলার মাঠওয়াড়া এবং জংলা গ্রামের মধ্যবর্তী জঙ্গলে ঘটনাটি ঘটে। অন্যদিকে মাওবাদীদের সঙ্গে জওয়ানদের গুলিযুদ্ধে তপ্ত হয়ে ওঠে নারায়ণপুর জেলার ওরচা থানার ইডওয়া গ্রামের গভীর জঙ্গলে। এই সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন স্পেশাল টাস্ক ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল গজেন্দ্র সিং ধ্রুব। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, দু’টি জায়গাতেই মাওবাদীদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। বীজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দিরা কল্যাণ এলসেলা জানিয়েছেন, মাঠওয়াড়া ও জংলা গ্রামের মধ্যবর্তী জঙ্গলটি মাওবাদী উপদ্রুত। সেখানে সিআরপিএফ এবং জেলাপুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছিল। ওই সময়ই আয়ুতু লেকম নামে এক অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল আচমকা মাওবাদীদের ফেলে রাখা প্রেসার বোমার সংস্পর্শে চলে আসেন। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।

Your browser doesn’t support HTML5

মাওবাদীদের প্রেসার বোমা বিস্ফোরণে মৃত্যু হল পুলিশ কনস্টেবলের