ঘূর্ণীঝড় ম্যাথিউ এখন দুর্বল হয়েছে এবং তার  প্রচন্ডতা কমেছে

Clean up from Hurricane Matthew continues in Jeremie, Haiti, Oct. 6, 2016.

ঘূর্ণীঝড় ম্যাথিউ এখন দুর্বল হয়েছে এবং তার প্রচন্ডতা কমেছে। প্রায় এক সপ্তাহ ধরে ক্যারিবিয়ান এলাকায় দ্বিপগুলোর উপর এবং যুক্তরাষ্ট্রের অতলান্তিক তীরে ওই ঘূর্ণী ঝড় আঘাত হেনেছে। ঘূর্ণীঝড় ম্যাথিউর আঘাতে প্রায় ১ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে অধিকাংশই মারা গেছে হাইতিতে।

ডমিনিকান রিপাবলিক, জামাইকা, কিউবা এবং বাহামায় ওই ঝড়ের আঘাতে অনেক এলাকা ধ্বংস হয়ে যায়।

হাইতি তিন দিন জাতীয় শোক দিবস পালন করছে।

ম্যাথিউ এখন ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা'র দিকে ধাবিত হচ্ছে।